জুলাই ২, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

গুগল – অ্যাপল সরিয়ে নিয়েছে ৮ লক্ষাধিক অ্যাপ

গুগল ,অ্যাপল , প্লে স্টোর , কাস্টোমার ,
গুগল ও অ্যাপল । ছবি : সংগৃহীত

ঢাকা (২৫ সেপ্টেম্বর) : গুগল ও অ্যাপল নিজেদের স্টোর থেকে ৮ লক্ষাধিক অ্যাপ সরিয়ে নিয়েছে। পিক্সেলেট-এর ‘এইচ-ওয়ান ২০২১’ডিলিস্টেড মোবাইল অ্যাপ রিপোর্ট’থেকে এ তথ্য জানা গেছে। 

২০২১ সালের প্রথম ৬ মাসের মধ্যে গুগল প্লে স্টোর আর অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ৮ লাখ ১৩ হাজারেরও বেশি অ্যাপ সরানো হয়েছে। এ অ্যাপগুলো ডিলিস্ট হওয়ার আগে গুগল প্লে স্টোর থেকে একশ কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে বলে জানানো হয়েছে।

ক্যালিফোর্নিয়ার পিক্সেলেট অনুযায়ী, অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপগুলোকে সরিয়ে নেওয়ার আগে ২.১ কোটি কাস্টোমার রিভিউ আর রেটিংস পেয়ে ছিল। তাই অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হলেও লাখ লাখ ইউজারের স্মার্টফোন এই অ্যাপগুলো থাকার সম্ভাবনা রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, গুগল প্লে স্টোরের ৮৬ শতাংশ আর অ্যাপেল অ্যাপ স্টোরের ৮৯ শতাংশ মোবাইল অ্যাপ ১২ বছর আর তার থেকে কম বয়সের শিশুদের টার্গেট করেছিল। এটাও দেখা গিয়েছে যে, ২৫ শতাংশ প্লে স্টোর অ্যাপস আর ৫৯ শতাংশ অ্যাপ স্টোর অ্যাপসে কোনো প্রাইভেসি পলিসি নেই।

এই রিপোর্টে আরও জানানো হয়েছে যে, ২৬ শতাংশ অ্যাপ রাশিয়ান গুগল প্লে স্টোর থেকে সরানো হয়েছে আর ৬০ শতাংশ অ্যাপ চীনের অ্যাপ স্টোরে লিস্টেড ছিল। চীনের অ্যাপ স্টোরে কোনো প্রাইভেসি পলিসি ছিল না। যে অ্যাপগুলো সরিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে ৬৬ শতাংশ অ্যাপে কমপক্ষে একটি বিপজ্জনক পারমিশন ছিল। এই ক্ষতিকারক পারমিশনগুলোকে রানটাইম পারমিশনও বলা হয়। এর সাহায্যে, এই অ্যাপ্লিকেশনগুলো সহজেই আপনার ফোনের ডেটার অ্যাক্সেস করতে পারে।

যার কারণে সিস্টেম এবং অন্যান্য অ্যাপের কার্যকারিতা প্রভাবিত হতে শুরু করে। সরানো অ্যাপগুলোর মধ্যে এমন অনেক অ্যাপ রয়েছে যা ক্যামেরায় অ্যাক্সেস করে নিয়েছিল।

এছাড়াও এই অ্যাপগুলোর মধ্যে একটি জিপিএস কর্ডিনেট ছিল বলে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বাংলাদেশের বাজারে অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

বাংলাদেশের বাজারে অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

ঢাকা (০৯মার্চ) বাংলাদেশের বাজারে ‘ট্রেন্ডসেটার’ হিসেবে এলো ‘ডুয়েল সার্টিফাইড’ ও ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’...

শুরু হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩

শুরু হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩

ঢাকা(০৭ অক্টোবর): টানা ৯ম বারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় নাসা স্পেস অ্যাপস...

বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ এর উদ্বোধন

বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ এর উদ্বোধন

ঢাকা(২৫ জুন): আইসিটি বিভাগ থেকে আমরা স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করছি যাতে চাকুরী গ্রহীতা অর্থাৎ চাকুরী প্রার্থী এবং চাকুরী দাতার মধ্যে...

‘Meet Bangladesh’ওয়েবসাইট এবং হেল্পডেস্কের লঞ্চিং

‘Meet Bangladesh’ওয়েবসাইট এবং হেল্পডেস্কের লঞ্চিং

ঢাকা(১৯জুন): রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্য অর্জনে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক এর অর্থায়নে বাস্তবায়নাধীন "এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস (EC4I)"...