জুলাই ২৪, ২০২৪ ১:৩৫ পূর্বাহ্ণ

‘Meet Bangladesh’ওয়েবসাইট এবং হেল্পডেস্কের লঞ্চিং

ঢাকা(১৯জুন): রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্য অর্জনে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক এর অর্থায়নে বাস্তবায়নাধীন “এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস (EC4I)” শীর্ষক প্রকল্পের অধীনে ‘Meet Bangladesh’ ওয়েবসাইট এবং হেল্পডেস্কের লঞ্চিং ইভেন্ট গত রবিবার ফারস হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হলো।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ হাফিজুর রহমান। এছাড়াও, জনাব শামীম আহমেদ, সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BPGMEA ), আবু হোসেন খোকন, পরিচালক, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্ডাস্ট্রি ওনারস অ্যাসোসিয়েশন (BBIOA), এবং মুহাম্মদ ইজাবুল হক (তুহিন), পরিচালক, নির্বাহী কমিটি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মনছুরুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস(EC4J) প্রজেক্ট।

উল্লেখ্য, এ প্রকল্পটি তৈরীপোশাক শিল্পের (RMG) বাইরে সম্ভাবনাময় চারটি খাত যথা:- “চামড়া এবং চামড়া-জাত পণ্য, পাদুকা, হালকা প্রকৌশল পণ্য এবং প্লাস্টিক পণ্যের” রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ও শোভন কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দেশের রপ্তানি বাণিজ্যকে শক্তিশালী করে অনন্য মাত্রায় নিয়ে যাওয়াই এই প্রজেক্টের লক্ষ্য।

যার অন্যতম একটি কার্যক্রম হলো বাজার উন্নয়নে ব্রান্ডিং এর মাধ্যমে বাংলাদেশের পণ্যের গুণগত উৎকর্ষতা ও প্রতিযোগিতার সক্ষমতা তুলে ধরে নতুন নতুন ক্রেতার সন্ধান, বিনিয়োগ ও রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য কার্যকর সংযোগ স্থাপন করা।

এরই ধারাবাহিকতায়, ‘Meet Bangladesh’ এর ওয়েবসাইটে, উপরোক্ত খাতগুলোর সার্বিক অবস্থার তথ্য উপাত্ত, অবকাঠামোগত উন্নয়ন, শ্রমিকের দক্ষতা উন্নয়ন, প্রতিযোগিতামূলক শ্রম খরচ, অন্যান্য দেশের তুলনায় প্রতিযোগীতামূলক সুবিধা ও সর্বোপরি এই সকল খাতের উন্নয়নে সরকারের গৃহীত সামগ্রিক উদ্যোগ তুলে ধরা হয়েছে যা বিদেশী ক্রেতা ও বিনিয়োগকারী দেশগুলোর দৃষ্টি আকর্ষণে সাহায্য করবে।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক বাজারে সেক্টরগুলির কার্যকর ব্র্যান্ডিং এবং প্রচার নিশ্চিত করা। পাশাপাশি বিদেশী ক্রেতা বিনিয়োগকারীদের সহায়তা 3 কোনো জিজ্ঞাসার সমাধান দিতে ওয়েবসাইটের সাথে হেল্পডেস্কটি যুক্ত করা হচ্ছে। এতে করে, সম্ভাব্য ক্রেতারা সহজেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক ত্বরান্বিত করতে পারবে। যার মাধ্যমে বাংলাদেশের পণ্যের গুণগত উৎকর্ষতা ও প্রতিযোগিতার সক্ষমতা তুলে ধরে নতুন নতুন ক্রেতার সন্ধান, বিনিয়োগ ও রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য কার্যকর সংযোগ স্থাপন করা যাবে বলে আশা করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

শুরু হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩

শুরু হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩

ঢাকা(০৭ অক্টোবর): টানা ৯ম বারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় নাসা স্পেস অ্যাপস...

বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ এর উদ্বোধন

বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ এর উদ্বোধন

ঢাকা(২৫ জুন): আইসিটি বিভাগ থেকে আমরা স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করছি যাতে চাকুরী গ্রহীতা অর্থাৎ চাকুরী প্রার্থী এবং চাকুরী দাতার মধ্যে...

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ এ সেরা ৫২ স্টার্টআপ পেল ৬ কোটি টাকার অনুদান

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ এ সেরা ৫২ স্টার্টআপ পেল ৬ কোটি টাকার অনুদান

ঢাকা(১৭ জুন):আজ শনিবার তরুণ উদ্যোক্তা অর্থাৎ স্টার্টআপদের অনুপ্রাণিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের...

স্মার্ট বাংলাদেশ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে স্মার্ট চিন্তা করতে হবে

স্মার্ট বাংলাদেশ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে স্মার্ট চিন্তা করতে হবে

ঢাকা(১৬জুন):  শুক্রবার বিকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে “স্কিলস এন্ড ইনোভেশন টু বিল্ড স্মার্ট বাংলাদেশ: আইডিইবি এন্ড এডব্লিউডিএস” শীর্ষক এক আলোচনায় সভার...