মেসিকে পিএসজিতে যেতে দিবে না বার্সেলোনা। তারা এজন্যই বার্সেলোনা ইউরোপীয় কমিশনে একটি অভিযোগ দায়ের করেন।
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ায় এখন পিএসজিতে যোগদান করার কথা শোনা যাচ্ছে। তবে আনুষ্ঠানিক ভাবে এমন ঘোষণা না এলেও পিএসজিতে যাচ্ছেন মেসি- এমনটিই বলছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।
স্প্যানিশ জনপ্রিয় পত্রিকা মার্কা বলছে, মেসিকে পিএসজিতে যেতে দিতে চায় না বার্সেলোনা। যে কারণে অভিযোগটি দায়ের করা হয়েছে। বার্সেনোলার পক্ষে এই অভিযোগটি ইউরোপিয়ান কমিশনে করেন আইনজীবী ডক্টর হুয়ান ব্রানকোর।
অভিযোগে আরও বলা হয়েছে, বার্সেলোনার তুলনায় পিএসজির ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র অবস্থা আরো খারাপ। ২০১৯-২০ মৌসুমে তারা তাদের আয়ের ৯৯ ভাগই খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে। সেখানে বার্সেলোনা খরচ করেছে ৫৪ শতাংশ। অভিযোগে আরো বলা হয়েছে, পিএসজি প্রতিযোগিতা নষ্ট করছে।