মে ১১, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

বিশ্বকাপে ভালো পারফর্ম করতে চায় মুশফিক

মুশফিক, সিরিজ, প্রত্যাশা, টি-টুয়েন্টি , সিরিজ, আশাবাদী, ভারত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

ঢাকা ( ২ অক্টোবর) : জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টিতে সময়টা মুশফিকুর রহিমের ভালো কাটছে না অনেক দিন ধরে। সবশেষ সিরিজটা তো কেটেছে দুঃস্বপ্নের মতো। দলের সবচেয়ে অভিজ্ঞদের একজন হওয়ায় তার ওপর প্রত্যাশার চাপও বেশি। এসবের কোনো কিছুতেই অবশ্য চিন্তিত নন তিনি।

আসছে টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের ব্যাটিংকে সামনে থেকে পথ দেখাতে পারবেন বলে আশাবাদী বাংলাদেশের অনেক সাফল্যের এই নায়ক।

সবশেষ দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে মুশফিক ৫ ইনিংসে করেন কেবল ৩৯ রান, ১৩ গড়ে। স্ট্রাইক রেট ছিল ৫২। উইকেট যদিও ব্যাটিং প্রতিকূল ছিল, তবে এই ধরনের উইকেটে বরাবরই দল বেশি করে তাকিয়ে থাকে তার দিকে। কিন্তু গোটা সিরিজে একদমই স্বচ্ছন্দ ছিলেন না মুশফিক।

এই সংস্করণে সবশেষ ৮ ইনিংসে ২০ ছাড়াতে পারেননি তিনি। ২০১৯ সালের ভারত সফরে প্রথম টি-টুয়েন্টিতে ৪৩ বলে ৬০ রানের ম্যাচ জেতানো দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। সবশেষ ২৫ ম্যাচে তার ফিফটি ওই একটিই। এই ২৫ ম্যাচে তার ব্যাটিং গড় ১৬.৪৭, স্ট্রাইক রেট ১০২.৪৭।

নিজের প্রস্তুতি নিয়ে বরাবরই তিনি খুঁতখুঁতে। নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থতার পর তাই বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এইচপি দলের বিপক্ষে দুটি একদিনের ম্যাচ খেলতে ছুটে যান চট্টগ্রামে। প্রথমটিতে খেলেন ম্যাচ জেতানো ৭০ রানের অপরাজিত ইনিংস। পরেরটিতে ৫২ বলে করেন ৬৩।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে চাপটা থাকবে বেশি। মুশফিক যদিও বৈশ্বিক আসর আর অন্যান্য আন্তর্জাতিক ম্যাচের মধ্যে কোনো পার্থক্য দেখেন না তেমন।

তিনি বলেন, ‘আইসিসি ইভেন্ট বা সাধারণ আন্তর্জাতিক ম্যাচের মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের হয়ে যে কোনো ম্যাচই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি সুযোগ পেয়ে গর্বিত, সবার তো এমন সুযোগ হয় না।’

মুশফিক বলেন, ‘চার-পাঁচটা বড় টুর্নামেন্ট খেলেছেন, এমন একজনের ওপর অবশ্যই সবার প্রত্যাশা একটু চাপ সৃষ্টি করবে। সেভাবেই নিজেকে তৈরি করার চেষ্টা করি এবং দেওয়ার চেষ্টা করি। অনেক সময় সেটা হয়ে ওঠে না, আবার অনেক সময় দলের জন্য যতটুকু দরকার তা দিতে পারি, যেটা খুব ভালো ব্যাপার। আশা করছি, বিশ্বকাপে আমি যেন সামনে থেকে পারফর্ম করতে পারি এবং দলের চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারি।’

তিনি আরও বলেন, ‘এইচপি দলে বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা অনেক ভালো…তো প্রতিযোগিতামূলক একটা পরিস্থিতি যেন তৈরি হয়, সেখানে যেন চাপ থাকে, সেই চাপটা যেন আমি কাজে লাগাতে পারি। এই একটা সুযোগ খুঁজছিলাম। ধন্যবাদ বিসিবিকে যে তারা এই সুযোগটা করে দিয়েছে এবং আমি দুটো ম্যাচ খেলেছি। কিছু সময় কাটাতে পেরেছি যেটা আমার প্রস্তুতির জন্য একটু হলেও কাজে দেবে।’

বিশ্বকাপ অভিযানে আগামী রবিবার ঢাকা ছাড়বে মাহমুদউল্লাহর নেতৃত্বে বাংলাদেশ। বিশ্বকাপের মূল লড়াইয়ে উঠতে প্রথম রাউন্ডে খেলতে হবে দলকে। ম্যাচগুলো হবে ওমানে। এর আগে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে তারা আরব আমিরাতে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

ডিএনসিসি মেয়র’স কাপ-২০২৩ ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

ডিএনসিসি মেয়র’স কাপ-২০২৩ ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা(২৭জুন): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র'স কাপ ২০২৩ এর ক্রিকেটের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ৩৯নং ওয়ার্ড এবং নারী...

জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায়  ফায়ার সার্ভিসের সাফল্য

জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় ফায়ার সার্ভিসের সাফল্য

ঢাকা(২২জুন): এ বছরের জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৩ প্রতিযোগী। দুটি ইভেন্টে তারা স্বর্ণপদক ও...

লিওনেল মেসির আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন

লিওনেল মেসির আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন

ঢাকা(১৯ ডিসেম্বর ): অপেক্ষার পালা শেষ, কারণ আর্জেন্টিনা এখন বিশ্বচ্যাম্পিয়ন। ৩৬ বছরের অপেক্ষার শেষ হলো মরুর বুকে। রুদ্ধশ্বাস ফাইনালে কিলিয়ান এমবাপ্পের...