অলিম্পিকের নিয়ম অনুযায়ী অলিম্পিক ভিলেজে ঢোকার সময় প্রতিযোগীদের কনডম সরবরাহ করা হয়। প্রতি আসরে সেগুলো ব্যবহৃত হলেও এবার সুযোগ নেই। করোনার কারণে অ্যাথলেটদের যৌনমিলন নিষিদ্ধ করেছে অলিম্পিক কমিটি। তাই কনডমগুলো অলস পড়ে আছে। সেগুলোকে স্মারক হিসেবে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। তবে অস্ট্রেলিয়ার এক প্রতিযোগী দেখিয়ে দিলেন কনডম দিয়ে অন্য কাজও করা যায়!
কনডম ব্যবহার করে রীতিমতো ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যানোইস্ট জেসিকা ফক্স! জেসিকা ফক্স অলিম্পিকের কনডম ব্যবহার করেছেন তার নৌকা সারানোর জন্য। সেই নৌকা সারানোর ভিডিও তিনি টিকটকে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, প্রথমে নৌকায় কার্বনের প্রলেপ দিচ্ছেন জেসিকা। সেই কার্বন যাতে আলগা হয়ে না যায়, সেজন্য তিনি নৌকার মুখে কনডম লাগিয়ে দেন!
ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করে জেসিকা ফক্স লেখেন, ‘বাজি ধরতে পারি যে কনডম দিয়ে নৌকা সারানো যায়, এটা কে জানত না।’ সেই নৌকা দিয়েই চলতি টোকিও অলিম্পিকে কে-১ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন জেসিকা। এটা তার তিন নম্বর অলিম্পিক পদক।