টানা ১৭ দিন টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো অলিম্পিকের এবারের আসর। ৮ জুলাই বাংলাদেশ সময় বিকাল ৫ টায় সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জমজমাট এ লড়াই।
গত বছর টোকিও অলিম্পিক হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপে তা পিছিয়ে এ বছরের ২৩ জুলাই থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়। তবে অলিম্পিক শুরু হওয়ার কিছুদিন আগে থেকে একের পর এক অ্যাথলেট ও অন্যান্য পদে সংশ্লিষ্টরা করোনায় আক্রান্ত হলে এবারের আসর মাঠে গড়ানো নিয়ে শুরু হয় সংশয়। সব বাঁধা টপকে সফল ভাবে শেষ হলো গ্রেটেষ্ট শো অন দ্যা আর্থের এবারের আসর।
২০২০ টোকিও অলিম্পিকে শেষ হাসি হেসেছে যুক্তরাষ্ট্র। তারা ৩৯টি স্বর্ণ পদক নিয়ে শীর্ষে থেকে শেষ করলো। প্রথম থেকেই চিনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছিলো তাদের । শেষ পর্যন্ত চীন সংগ্রহ করে ৩৮টি স্বর্ণ পদক। ২৭টি স্বর্ণ পদক জিতে স্বাগতিক জাপানের অবস্থান তৃতীয়।
এই অলিম্পিকে বাংলাদেশের হয়ে ৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিলো। তবে সবাই হতাশ করেছে।