অক্টোবর ৯, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ

বার্সাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়ে অঝোরে কাঁদলেন মেসি

বার্সা,বিদায়,মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২১ বছরের সম্পর্ককে ছিন্ন করে আজ রোববার বার্সেলোনাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়ে দিচ্ছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। যে ক্লাবের হাত ধরে মেসি হয়ে উঠেছেন অনন্য, সে ক্লাবে আজ তার শেষ সংবাদ সংবাদ সম্মেলন।

রবিবার বার্সেলোনার নু ক্যাম্পে মেসির এই বিদায়ী সংবাদ সম্মেলন ঘিরে তৈরি হয়ে আবেগঘন এক পরিবেশ। বিদায়ী সংবাদ সম্মেলনে মেসি জানালেন, এবারও বার্সাতেই থাকতে চেয়েছেন তিনি। কিন্তু লা লিগার নিয়মের কারণে চলে যেতে হচ্ছে।

বিদায়ী সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘আমি ভেবেছিলাম সব কিছু চূড়ান্ত হয়ে গেছে, সব বিষয়ে সম্মতি হয়ে গেছে। এরপর একেবারে শেষ মুহূর্তে জানা গেল লা লিগার নিয়মের কারণে চুক্তি নবায়নকে আনুষ্ঠানিক করা সম্ভব হচ্ছে না। কিন্তু ক্লাবের ভেতরে কী হয়েছে আমি বলতে পারছি না। লাপোর্তা বলেছেন, চুক্তি নবায়ন হয়নি লা লিগার নিয়মের কারণে। আমি শুধু এতটুকু বলতে পারি, আমি এখানে থাকার জন্য যা কিছু করা সম্ভব, সব করেছি। থাকতে চেয়েছি আমি। গত বছর চাইনি, সেটা বলেছিও। এ বছর আমি থাকতে চেয়েছি, কিন্তু পারিনি।’

এর আগে মেসির বিদায় নেওয়ার খবর এক বিবৃতি দিয়ে জানিয়েছে বার্সা। সেইসঙ্গে সংবাদ সম্মেলনও করেছেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। খোলাসা করেছেন কেন মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেননি তারা।

এরই মধ্যে কাতালান শহরে বন্ধুদের নিয়ে বিদায়ী পার্টি করেছেন মেসি। পার্টিতে ছিলেন নিজের সতীর্থরা। ছিলেন সার্জিও আগুয়েরো, জেরার্ড পিকেসহ অনেকেই।

বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত ১ জুলাই থেকে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যান মেসি। লম্বা সময় ধরে আলোচনার পর গত বৃহস্পতিবার রাতে বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মের বাধার কারণে তাদের পক্ষে মেসির সঙ্গে চুক্তি করা সম্ভব হয়নি।

মূলত আর্থিক সমস্যা আর লা লিগার নিয়ম জটিলতার কারণেই ছিন্ন হচ্ছে দুপক্ষের সম্পর্ক। শেষ দিকে দুপক্ষের ইচ্ছে থাকা সত্ত্বেও প্রিয় ক্লাবে আর থাকা হচ্ছে না ক্লাবটির ইতিহাসের রেকর্ড শিরোপাজয়ী ও রেকর্ড গোলদাতার।

ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালান ক্লাবের হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন আর্জেন্টাইন তারকা।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

ডিএনসিসি মেয়র’স কাপ-২০২৩ ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

ডিএনসিসি মেয়র’স কাপ-২০২৩ ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা(২৭জুন): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র'স কাপ ২০২৩ এর ক্রিকেটের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ৩৯নং ওয়ার্ড এবং নারী...

জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায়  ফায়ার সার্ভিসের সাফল্য

জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় ফায়ার সার্ভিসের সাফল্য

ঢাকা(২২জুন): এ বছরের জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৩ প্রতিযোগী। দুটি ইভেন্টে তারা স্বর্ণপদক ও...

লিওনেল মেসির আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন

লিওনেল মেসির আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন

ঢাকা(১৯ ডিসেম্বর ): অপেক্ষার পালা শেষ, কারণ আর্জেন্টিনা এখন বিশ্বচ্যাম্পিয়ন। ৩৬ বছরের অপেক্ষার শেষ হলো মরুর বুকে। রুদ্ধশ্বাস ফাইনালে কিলিয়ান এমবাপ্পের...