দীর্ঘ দিনের সম্পর্কটা ছিন্নই করলেন লিওনেল মেসি। সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি বার্সেলোনায় আর থাকছেন না। বার্সেলোনা, মেসির সমঝোতা হলেও লা লিগার আর্থিক ও কাঠামোগত বাধার কারণে চুক্তি নবায়ন সম্ভব হয়নি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বার্সেলোনা কর্তৃপক্ষ বলেছে, ‘নতুন চুক্তির ব্যাপারে বার্সেলোনা ও মেসির মধ্যে পূর্ণ সমঝোতা হলেও অর্থনৈতিক ও কাঠামোগত বাধা-বিপত্তির জন্য তা আলোর মুখ দেখেনি।’
তাই মেসির নতুন ঠিকানা কোনটা? এমন প্রশ্নের উত্তরে চারটি ক্লাবের নাম আসতে পারে। ম্যানচেস্টার সিটি, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), ইন্টার মিলান ও ইন্টার মিয়ামি। এমন খবর প্রকাশ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
মেসি যখন বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিল, তখন থেকেই মেসিকে দলে নেওয়ার দৌড়ে ম্যান সিটির নাম শোনা যাচ্ছিল। মেসিকে ৬০০ মিলিয়ন ইউরোতে ইংলিশ ক্লাবটি দলে নিতে চায় বলে ইংলিশ সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।