বাংলাদেশের সব মোবাইল অপারেটরদের কার্যক্রম তদারকি করতে কানাডা থেকে উন্নত প্রযুক্তি কিনছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (বিটিআরসি)।এতে খরচ হবে পৌনে একশ কোটি টাকা।
সোমবার বিটিআরসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টেলিকম মনিটরিং সিস্টেম’ কেনার জন্য কানাডা ভিত্তিক কোম্পানি টিকেসি টেলিকমের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (বিটিআরসি)।
চুক্তি অনুযায়ী ১৮০ দিনের মধ্যে টিকেসি টেলিকমকে এই টেলিকম মনিটরিং সিস্টেম বসানোর কাজ শেষ করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই টেলিকম মনিটরিং সিস্টেম চালু হয়ে গেলে মোবাইল অপারেটরদের থেকে তথ্য সংগ্রহ করা এবং রিপোর্টিং প্রক্রিয়া স্বয়ংক্রিয় হবে। এতে ভয়েস ও ডেটা ট্রাফিক, নেটওয়ার্ক ব্যবহার এবং মান সম্পর্কিত তথ্যের পাশাপাশি বিটিআরসির প্রাপ্য রাজস্ব সম্পর্কেও নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য প্রাপ্তি নিশ্চিত হবে।
বিটিআরসি কার্যালয়ে কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের পরিচালক মো. গোলাম রাজ্জাক এবং টিকেসি টেলিকমের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সামির তালহামি এই চুক্তিতে সই করেন।