মেসি অবশেষে পিএসজিতেই যাচ্ছেন। ফরাসি জায়ান্টদের সঙ্গে চুক্তির ব্যাপারে সম্মতি জানিয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এরই মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে সদ্য সাবেক বার্সা অধিনায়ক উড়াল দিচ্ছেন প্যারিসের উদ্দেশে ।
মঙ্গলবার কাতালুনিয়ায় নিজের বাসা ছেড়ে মেসির প্যারিসের উদ্দেশে গাড়িবহর নিয়ে বের হওয়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এরপর প্রকাশ্যে আসে তাদের বার্সেলোনা এয়ারপোর্টে পৌঁছানোর ভিডিও। সেই ভিডিওর বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, এরই মধ্যে প্যারিসের ফ্লাইট ধরেছেন মেসি, তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি এবং আইনজীবীরা।
মেসির প্যারিস যাত্রা নিশ্চিত করছেন তার স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জোও। ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এক নতুন অভিযানের উদ্দেশে, সবকিছু নিয়ে!’