ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

সরিষাবাড়িতে আলোচনায় অধ্যক্ষ আব্দুর রশিদ

ঢাকা(৮ ডিসেম্বর): সদ্য সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে অধ্যক্ষ আব্দুর রশিদকে জামালপুরের সরিষাবাড়ি এলাকা থেকে নৌকার মনোনয়ন দিয়ে এলাকাবাসী উন্নয়ন করার সুযোগ করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। ঐখান কার চায়ের দোকানে বা ভাতের হোটেল থেকে শুরু করে সর্বত্র সবার মুখে এই একই গুঞ্জন শুনা যায়। 

খোঁজ নিয়ে আরও জানা যায়, অধ্যক্ষ আব্দুর রশিদ বর্তমান তেজগাঁও কলেজ এর অধ্যক্ষ। এছাড়াও তিনি তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন জেলা আওয়ামী লীগেরও।

স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায়, তিনি ঢাকাতে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত হলেও কখনোই নিজ গ্রামের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হননি। যে কোনো প্রয়োজনেই ছিলেন এলাকার মানুষের পাশে। নিজ এলাকার অনেক ছেলে-মেয়েদের শিক্ষার দায়িত্বও তুলে নিয়েছেন নিজ কাঁধে। খালি হাতে কাউকে যেতে হয়নি তার কাছ থেকে।

স্থানীয়রা মুরাদ হাসানের বিকল্প হিসেবে অধ্যক্ষ আব্দুর রশিদ কেই দেখছেন বলে তারা জানান। এ বিষয়ে অধ্যক্ষ আব্দুর রশিদ এর কোনো মতামত জানা যায়নি।

উল্লেখ্য, নানা বিতর্কিত ঘটনার জন্ম দেওয়ায় জামালপুর ৪ আসন থেকে নির্বাচিত সাংসদ ডা. মুরাদ হাসান তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে সংসদ সদস্য পদও তিনি হারাতে পারেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন

ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন

ঢাকা( ৫ মে): ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হয়েছেন নোয়াখালীর...