ঢাকা(২৯ জুন): রাজধানীর বাংলাদেশ লায়ন্স ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো লিও জেলা ৩১৫ এ১-এর ২৯তম বার্ষিক সম্মেলন। অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫ এ১-এর ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ টিম এবং লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট।
উক্ত সম্মেলনে জেলার সকল লিও ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে ২০২৫-২৬ সেবাবর্ষের জন্য নতুন লিও জেলা কমিটি গঠিত হয়।
নতুন সেবাবর্ষে লিও ক্লাব অব ঢাকা নিউ ডায়মন্ড এর লিও আরমান হোসেন জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন লিও ক্লাব অব ঢাকা কারওয়ান বাজার এর লিও তাসনুভা মেহেরুন অর্চি। সম্মেলনের নমিনেশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লিও আরমান হোসেনকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
নির্বাচিত হওয়ার পর লিও আরমান হোসেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন,“একসাথে চললে, মতের অমিল থাকতেই পারে। কিন্তু দিনশেষে আমরা সবাই এক পরিবার। অতীতের ভেদাভেদ ভুলে মানবিক ও ঐক্যবদ্ধ লিও জেলা গড়ে তুলতে আমরা কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন জনাব এ কে এম রেজাউল হক, চেয়ারম্যান, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোঃ সেলিম মিয়া, ফার্স্ট লেডি অব দ্যা গভর্নর শারমিন সেলিম তুলি, ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক গভর্নর লায়ন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও উনার স্পাউস লায়ন সাবিনা সিদ্দিকা , ২০২৫-২৬ বর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক ও ফার্স্ট লেডি অব দ্যা ইলেক্ট গভর্নর রোকসানা ফারুক, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আবুল হোসেন খোন্দকার, সম্মেলন নমিনেশন কমিটির চেয়ারম্যান কায়কোবাদ মোঃ সারাফুজ্জামান পিএমজিএফ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি অ্যাডভোকেট এ কে এম কামরুল হাসান খায়ের, ট্রেজারার শামসুন নাহার স্বপ্না, ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ আকরামুজ্জামান, কনভেনশন চেয়ারম্যান লায়ন আক্কাস আলী , লায়ন সাইদুর রহমান খান ও উনার স্পাউস লায়ন নিপা মোনালিসা, লায়ন মোঃ মোরসালিন খান টিটু, লায়ন কাজী জিয়া উদ্দিন বাসিত , লায়ন রমজান খান, লায়ন মাকছুদুর রহমান,লায়ন আকবর আলী, লিও ক্লাব চেয়ারপার্সন লায়ন শাহিদী রিদওয়ান, লায়ন বিজয় বিশ্বাস , লায়ন বকসি, লায়ন জয়ন আরিফ, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আম্মার ইসলাম রাহিল, লিও বাঁধন আহমেদ সহ অন্যান্য লায়ন ও লিও নেতৃবৃন্দরা।
সম্মেলনে ২০২৪-২৫ সেবা বর্ষের সফল কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বছরের সেরা লিও, সেরা ৫টি ক্লাব ও বিভিন্ন সদস্যদের পুরস্কৃত করা হয়।সমাপ্তি বক্তব্যে আয়োজক কমিটি সকল অংশগ্রহণকারী, অতিথি ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মেলনের সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানান।