নভেম্বর ২১, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ

মৌমাছির কামড়ে ৬৩ পেঙ্গুইনের মৃত্যু

মৌমাছির, কামড়ে ৬৩, পেঙ্গুইনের , মৃত্যু
মৌমাছির কামড়ে ৬৩ পেঙ্গুইনের মৃত্যু। ছবি : সংগৃহীত

ঢাকা (২০ সেপ্টেম্বর) :দক্ষিণ আফ্রিকায় মৌমাছির কামড়ে বিপন্ন প্রজাতির ৬৩টি পেঙ্গুইনের মৃত্যু হয়েছে। কেপটাউনের পাখি সংরক্ষণবাদীদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

সুরক্ষিত এসব পেঙ্গুইনকে কেপটাউনের কাছে অবস্থিত ছোট শহর সাইমন’স টাউনে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত পেঙ্গুইনগুলোর শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্কের কর্মকর্তারা জানান, কেপ উপদ্বীপের বোল্ডারস সৈকতে এটি প্রথম বড় ধরনের আক্রমণের ঘটনা, যেখানে প্রতিবছর ৬০ হাজার মানুষ ঘুরতে যান। সামুদ্রিক জীববিজ্ঞানী ড. আলিসন কক বলেন, মৌমাছি আর পেঙ্গুইনরা সহাবস্থান করে।

তিনি বলেন, মৌমাছিরা উসকানি না দিলে সাধারণত কামড়ায় না। আমরা ধারণা করছি, কোনো মৌচাকে আঘাত লাগতে পারে যার কারণে তারা ঝাঁকে ঝাঁকে পালিয়ে যায় এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

‘দুর্ভাগ্যজনক যে মৌমাছিরা উড়ে যাওয়ার সময় হয়তো পেঙ্গুইনদের গ্রুপের বাধার মুখে পড়েছিল। পোস্ট মর্টেম রিপোর্টে দেখা গেছে, মৌমাছিরা পেঙ্গুইনদের চোখের চারপাশে কামড় দিয়েছে। একটি পেঙ্গুইনকে ২৭ বার কামড়িয়েছে মৌমাছি। দক্ষিণ আফ্রিকার উপকূলে জীববৈচিত্র্য রক্ষার জন্য পেঙ্গুইনদের ভূমিকা অনস্বীকার্য।

সংরক্ষণবাদীরা বলছেন, সমুদ্রবক্ষে পেঙ্গুইনদের সুরক্ষা নিশ্চিত করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে নানাবিধ কারণে। বিশেষজ্ঞদের আশঙ্কা, তাদের সংরক্ষণ করা না গেলে বিশ বছরের মধ্যে এই প্রজাতি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

লস এঞ্জেলসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত লেখক ইসমাইল হোসেন

ঢাকা(২৩ নভেম্বর): গত ১৮ই নভেম্বর লস এন্জলসে লেখক সংগঠক ইসমাইল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।দুর দুরান্ত থেকে আসা বাঙালীদের ফুলেল শুভেচ্ছায়...

বিশ্ববাজারে পাম অয়েলের দাম কমলেও দেশীয় বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি

বিশ্ববাজারে পাম অয়েলের দাম কমলেও দেশীয় বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি

বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ দাম কমে অর্ধেকে নেমে এসেছে। বিশ্বের সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদানকারী দেশ মালয়েশিয়াতে বর্তমানে প্রতি টন পাম...