ঢাকা (২৪ সেপ্টেম্বর): আফগানিস্তানে আবারও শুরু হবে মৃত্যুদণ্ড ও অঙ্গচ্ছেদের মতো চরম শাস্তি বলে জানিয়েছেন তালেবান নতুন সরকারের কারাগার ইনচার্জ মোল্লা নূরুদ্দিন তুরাবি।
তালেবানের এই শীর্ষ নেতা এপি নিউজকে বলেন, অপরাধের সর্বোচ্চ সাজা জনসম্মুখে নাও হতে পারে। যেটা ১৯৯০-এর দশকে তালেবানের শাসনকালে আফগানিস্তানে কার্যকর ছিল।
অতীতের সেই আইনের সমালোচনার বিষয়টি প্রত্যাখ্যান করে নূরুদ্দিন তুরাবি জানান, আইন কী হবে তা কেউ বলে দিতে পারে না। প্রত্যেকে স্টেডিয়ামে সাজা দেওয়ার সমালোচনা করে, কিন্তু তাদেরকে (সমালোচকদের) আইন এবং শাস্তি সম্পর্কে কখনো কিছু বলা হয়নি।
তুরাবি তালেবানের আগের শাসনকালে বিচারমন্ত্রী ছিলেন। তখন কাবুল স্টেডিয়ামে অথবা ঈদগাহ মসজিদ মাঠে সাজা কার্যকর হতো।
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রতিশ্রুতি দিয়েছিল যে, পূর্বের আইনের পরিবর্তন ঘটাবে। কিন্তু ক্ষমতা নেওয়ার পর এরই মধ্যে পুরো দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে তালেবানের বিরুদ্ধে।