জুলাই ২, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ণ

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২৪৬

গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সারাদেশে ২৪৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মৃতের সংখ্যা ছিল ২৩১। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ১৬২ জন। আর আক্রান্ত হয়েছেন ১৫,৯৮৯ জন।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। দেশের সব বিভাগে শনাক্ত রোগীর হার বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৩ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ৭৮ লাখ ৪৩ হাজার ৮৮৫টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৪৮২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ আট হাজার ৭৪৮ জন। আর দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৬৯৭টি ল্যাবরেটরিতে ৫৫ হাজার ৯৩৭টি নমুনা সংগ্রহ ও ৫৩ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৮ লাখ ৪৩ হাজার ৮৮৫টি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মৃত্যু, ভ্যারিয়েন্ট, মৃত্যু, ওমিক্রন, বৃটেন,

কোভিড: বৃটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু

ঢাকা (১৩ ডিসেম্বর): কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে বৃটেনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এই মৃত্যুর খবর দিয়েছেন।...