নভেম্বর ৩০, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ

সাত মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু ১২

মৃত্যু, করোনায় আক্রান্ত, পরীক্ষা , মুক্ত
করোনায় মৃত্যু । ছবি : সংগৃহীত

ঢাকা (৭ অক্টোবর) দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। যা গত প্রায় সাত মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ১৭ মার্চ ১১ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৬৪৭ জন

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৬৩ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬৬৪। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মৃত্যু, ভ্যারিয়েন্ট, মৃত্যু, ওমিক্রন, বৃটেন,

কোভিড: বৃটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু

ঢাকা (১৩ ডিসেম্বর): কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে বৃটেনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এই মৃত্যুর খবর দিয়েছেন।...