নভেম্বর ২১, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ

করোনায় আরও ৭ জনের মৃত্যু

মৃত্যু , আক্রান্ত, করোনা, বিজ্ঞপ্তি, অধিদপ্তরে , কোভিড
করোনায় মৃত্যু মানুষকে দাফন করা হচ্ছে। ফাইল ছবি

ঢাকা (২১ নভেম্বর) : দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৯৫৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন।

আজ রবিবার  দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৯৫৩ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫১ লাখ ৬৫ হাজার ৯২৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ২৩ কোটি ২৫ লাখ ৮ হাজার ৪৬৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৫৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মৃত্যু, ভ্যারিয়েন্ট, মৃত্যু, ওমিক্রন, বৃটেন,

কোভিড: বৃটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু

ঢাকা (১৩ ডিসেম্বর): কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে বৃটেনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এই মৃত্যুর খবর দিয়েছেন।...