জুলাই ৫, ২০২৫ ৪:১৯ পূর্বাহ্ণ

করোনায় আরও ২৩ জনের মৃত্যু

আক্রান্ত, মৃত্যু, পরীক্ষা, শনাক্তে, সংক্রমণ , শতাংশ
করোনায় আরও ২৩ জনের মৃত্যু। ছবি : সংগৃহীত

ঢাকা (৫ অক্টোবর) : করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬১৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৯৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৭০৮। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৩ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৪৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৮ লাখ ২৫ হাজার ১৪৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ২১ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৩৪২ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬১৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মৃত্যু, ভ্যারিয়েন্ট, মৃত্যু, ওমিক্রন, বৃটেন,

কোভিড: বৃটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু

ঢাকা (১৩ ডিসেম্বর): কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে বৃটেনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এই মৃত্যুর খবর দিয়েছেন।...