জুলাই ৫, ২০২৫ ৫:২০ পূর্বাহ্ণ

করোনায় আরও ১৪ জনের মৃত্যু

আক্রান্ত, স্বাস্থ্য অধিদপ্তর, করোনা , মৃত্যু ,
করোনায় মৃত্যু। ছবি : সংগৃহীত

ঢাকা (১০ অক্টোবর): ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৬৮৮ জন। গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন।

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৮১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬৯৯। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ২৩ হাজার ৮৩৩ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৩ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৭৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৮ লাখ ৬৪ হাজার ৭১৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ২১ কোটি ৫৫ লাখ ৮ হাজার ৬৪৩ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৮৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মৃত্যু, ভ্যারিয়েন্ট, মৃত্যু, ওমিক্রন, বৃটেন,

কোভিড: বৃটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু

ঢাকা (১৩ ডিসেম্বর): কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে বৃটেনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এই মৃত্যুর খবর দিয়েছেন।...