গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪১১ জন। বৃহস্পতিবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ০৮ হাজার ১৩৬ জনের। এই নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩১ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করে আরও ০৮ হাজার ১৩৬ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৫।