সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

মৃত্যু, ময়মনসিংহ, ঢাকা, সংবাদ, স্বাস্থ্য , অধিদপ্তর, শনাক্ত, পরীক্ষা, নমুনা,
করোনাভাইরাসে মৃত্যু। ছবি : সংগৃহীত

ঢাকা (১৫ ডিসেম্বর):  গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৯৭ জন এবং মারা গেছেন ৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৮ জনের এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৩১৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৫৩টি। এখন পর্যন্ত এক কোটি ১১ লাখ ৯৩ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ রোগী শনাক্তের হার ১ দশমিক ০৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে তিন জন পুরুষ এবং নারী একজন। বয়স বিশ্লেষণে দেখা যায়, এরমধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের।

চার জনের মধ্যে সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩ জন। বেসরকারি হাসপাতালে মারা গেছে একজন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মৃত্যু, ভ্যারিয়েন্ট, মৃত্যু, ওমিক্রন, বৃটেন,

কোভিড: বৃটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু

ঢাকা (১৩ ডিসেম্বর): কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে বৃটেনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এই মৃত্যুর খবর দিয়েছেন।...

মৃত্যু, দেশ, সংখ্যা, শরীরে, করোনা

করোনায় আরও ৬ জনের মৃত্যু

ঢাকা (১২ ডিসেম্বর) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে...