সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ

করোনায় আরও ৫ জনের মৃত্যু

মৃত্যু , স্বাস্থ্য, করোনা , পরীক্ষা, শনাক্ত
করোনায় মৃত্যু। ছবি : সংগৃহীত

ঢাকা (৭ ডিসেম্বর) : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৯১ জন এবং মারা গেছেন ৫ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৮ হাজার ১০ জন এবং শনাক্ত হলেন ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৮৬৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ১৪টি। এখন পর্যন্ত এক কোটি ১০ লাখ ২০ হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪ জন পুরুষ এবং একজন নারী।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মৃত্যু, ভ্যারিয়েন্ট, মৃত্যু, ওমিক্রন, বৃটেন,

কোভিড: বৃটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু

ঢাকা (১৩ ডিসেম্বর): কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে বৃটেনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এই মৃত্যুর খবর দিয়েছেন।...