নভেম্বর ২১, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

রাজনগরে নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে

অক্টোবর, শীত জেঁক, জেলা, শিশুরা, আক্রান্ত
রাজনগরে নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে। ছবি : সংগৃহীত

ঢাকা ( ২৯ অক্টোবর ) :  উত্তর-পূবাঞ্চলের জেলা মৌলভীবাজারে অক্টোবরের শেষে শীত নামছে। শীত জেঁকে বসার আগেই জেলার বিভিন্ন উপজেলায় নিউমোনিয়ার প্রকোপ। আক্রান্ত হচ্ছেন শিশুররা।

আজ শুক্রবার রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, হাসপাতালের বেডে অনেক শিশু চিকিৎসাধীন। তাদের অধিকাংশই ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছে।

জেলার অন্যান্য উপজেলার চেয়ে রাজনগরে শিশুদের নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় এ উপজেলায় অন্তত অর্ধশতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে নয়জন। এছাড়া জরুরি বিভাগ ও আউট ডোরে চিকিৎসা নিয়েছে আরও অর্ধশত শিশু।

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা চিকিৎসা নিতে আসছে। অধিকাংশ শিশু জ্বর ও শ্বাসকষ্টে ভুগছে। এ পর্যন্ত অর্ধশত শিশু চিকিৎসা নিয়েছে।

উপজেলার ফতেপুর ইউনিয়নের রিয়াজ আলীর দেড় বছরের মেয়ে শিশু রমিজা। তার অভিভাবক রাসেল মিয়া জানান, ৪-৫ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছে রমিজা। হাসপাতালে আনার পর জেনেছি সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।

উপজেলা সদর ইউনিয়নের গয়ঘর গ্রামের অসিত দেব জানান, তার ছেলের বয়স চার বছর। নয়দিন ধরে সে নিউমোনিয়ায় আক্রান্ত। নিয়মিত তাকে ইনজেকশন দিতে হচ্ছে। আজও সেজন্যই তারা হাসপাতালে এসেছেন।

জরুরী বিভাগে কর্মরত সহকারী মেডিকেল কর্মকর্তা রাজিব রায় জাগো নিউজকে বলেন, ‘২৪ ঘণ্টায় নয়জন নিউমোনিয়া আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। জরুরি বিভাগ ও আউট ডোরে অর্ধশত শিশু চিকিৎসা নিয়েছে। শীতের শুরুতেই বিভিন্ন এলাকায় নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে।’

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. ফেরদৌস আহমদ  বলেছে, প্রচণ্ড গরমের পর হঠাৎ শীতের আগমন ঘটেছে। আবহাওয়ার তারতম্যর কারণে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এসময় অভিভাবকদের সতর্ক থাকতে হবে। শিশুদের শরীরের যত্ন নিতে হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে

ঢাকা(১৯ আগষ্ট: )বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে' আহতদের দেখতে  আজ মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।...

মাতৃ ও নবজাতক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ১০ মিলিয়ন ডলার বরাদ্দ

মাতৃ ও নবজাতক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ১০ মিলিয়ন ডলার বরাদ্দ

ঢাকা(২২জুন): সেভ দ্য চিলড্রেন একটি ১০ ​​মিলিয়ন রূপান্তরমূলক পাঁচ বছরের প্রকল্প, "রংপুরে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালীকরণ" চালু করার ঘোষণা...