ঢাকা (১৫ সেপ্টেম্বর) :দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩০৭ জন রোগী ভর্তি হয়েছেন।
আজ বুধবার বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২৯১ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৯২ জন ও ঢাকার বাইরে ১৯৯ জন রোগী ভর্তি আছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩০৭ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ২৪৪ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬৩ জন।
চলতি বছর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৩১ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৪৮৩ জন।
এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুতে ৫৭ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।