মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে ও মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
পিয়াসা ও মৌকে আদালতে হাজির করেগোয়েন্দা পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দীক ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড বাতিল চেয়ে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ বলছেন, দুই মডেলের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা দুটি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ
উল্লেখ্য রবিবার রাতে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে ডিবি। পরে তার দেওয়া তথ্য মতে মোহাম্মদপুরের বাবর রোড এলাকার বাসা থেকে মডেল মৌকে আটক করে পুলিশ। তার বাসা থেকেও মাদক উদ্ধার করা হয়।