ঢাকা (০১ সেপ্টেম্বর ): আগারগাঁও এর বাংলাদেশ পর্যটন ভবন এর “শৈলপ্রপাত ” অডিটোরিয়ামে ওয়েব ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “উদ্যোক্তা সম্মেলন ও মিলনমেলা ২০২৫”।
“উদ্যোক্তা সম্মেলন “ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি ডট কম এর ব্যবস্থাপক পরিচালক ও CEO লায়ন সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন অভিনেত্রী দিলারা ইয়াসমিন এবং রুমানা ইসলাম মুক্তি।অনুষ্ঠনের সভাপতিত্ব করেন ওয়েব প্রেসিডেন্ট রূপা আহমেদ।
এছাড়া ও উপস্থিত ছিলেন ওয়েব এর ভাইস প্রেসিডেন্ট রবিন আহমেদ ,ওয়েব এর সেক্রেটারি জেনারেল পূর্ণিমা ত্রিপুরা এবং ওয়েব এর কার্যকরি পরিষদের এর সকল সম্মানিত ব্যক্তি বর্গ ও কান্ট্রি এম্বাসেডর শিরিন আক্তার।অনুষ্ঠান উপস্থাপনা করেন ফেরদৌস আরা ফ্লোরা ও রবিন আহমেদ।
ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার হাতে আজীবন সম্মাননা তুলে দেন ফাউন্ডেশন এর সভাপতি রুপা আহমেদ। অনুষ্ঠানে ১০ জন নারী উদ্যোক্তাকে দেয়া হয় ক্রেস্ট। বাংলাদেশ বেতারের আলোকচিত্র শিল্পী মোস্তাফিজুর রহমান মিন্টুকে দেয়া হয় সার্টিফিকেট।