গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চলচ্চিত্র নায়িকা একাকে আটক করেছে পুলিশ। গতকাল জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক গণমাধ্যমকে জানান,” অভিনেত্রী একার কাছে মাদক পাওয়া গেছে। গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক মামলা করা হবে।
এর আগে ৯৯৯-এ অভিযোগ আসে নায়িকা একা তার গৃহকর্মীকে নির্যাতন করেছেন । ওই অভিযোগের ভিত্তিতে হাতিরঝিল থানায় পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে বাসা থেকে থানায় নিয়ে যায়। সেখানে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর নায়িকা একাকে আটক করে পুলিশ।
এছাড়া হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আরও বলেন, নির্যাতিত গৃহকর্মীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে নায়িকা একার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া তার বাসা থেকে ইয়াবা এবং মদ উদ্ধার করা হয়েছে এ ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে হবে।