ঢাকা (১৬ সেপ্টেম্বর) :মহামারির সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আগামী ১ অক্টোবর বিএসসি ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব সুরাইয়া বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর (শুক্রবার) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া আগামী ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। পাশাপাশি পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র তার প্রবেশপত্রে উল্লেখ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ দিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- এবার নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় ৮৪ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। এরমধ্যে নার্সিং ও মিডওয়াইফারিতে সব মিলিয়ে আসন সংখ্যা রয়েছে ৩০ হাজার। আর ভর্তি পরীক্ষার মানবন্টন হিসেবে ১০০ নম্বরের এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১ ঘণ্টায় অনুষ্ঠিত হবে।