ঢাকা (১২ সেপ্টেম্বর) : রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিকভাবে উৎফুল্ল রাখতে দেশাত্মবোধ গান আর নাচের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী শিক্ষক সঞ্জয় কবিরাজের তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, গেট থেকে ঢুকেই বিদ্যালয়ের ফটকে একদল শিক্ষার্থী দেশাত্মবোধ গান পরিবেশন করছেন। এতে সংগীত বিভাগের শিক্ষক সঞ্জয় কবিরাজ নিজেই হারমনিয়াম বাজাচ্ছেন। এর কিছুক্ষণ পরই গানের সঙ্গে নাচ পরিবেশন করেন ক্ষুদে তিন শিক্ষার্থী।
নাচ পরিবেশন শেষে জানতে চাইলে শিক্ষার্থী কাশফিয়া জামান অতিথি বলেন, আমাদের নাচের জন্য বলা হয়েছে যেন মানসিকভাবে ভালো থাকি ও ভয় না পেয়ে একটু আনন্দ পাই। এটা বেশ ভালো লাগছে।
এ সময় সহকারী শিক্ষক সঞ্জয় কবিরাজ বলেন, মানসিক স্থবিরতা দূর করতে বিনোদনের আয়োজন করেছি। শিক্ষার্থীদের যে মানসিক অবসাদ ছিল সেটাকে উজ্জীবিত করতেই এ আয়োজন।
করোনা মহামারিতে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান আজ খুলে দেওয়ায় নানা আয়োজনে শিক্ষার্থীদের গ্রহণ করে প্রতিষ্ঠানগুলো। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানা আয়োজন করে তারা।