ঢাকা (২৪ ফেব্রুয়ারী): তেজগাঁও কলেজে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, “রাষ্ট্রভাষা আন্দোলন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরষ্কার।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তেজগাঁও কলেজ এর অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ গভর্নিং বডির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, ও উপাধ্যক্ষ আন্জুমান আরা।