ঢাকা (১ অক্টোবর): বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত না মেনে তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে প্রবেশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। পকেট গেইট দিয়ে হলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বিকালে তারা জোরকরে হলে প্রবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করেন পরে রুমের তালা ভেঙে জিনিসপত্র পরিষ্কার করতে শুরু করেন।
ওই সময় হল প্রাধ্যক্ষ ড. ইশতিয়াক এম সৈয়দ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের চলে যেতে অনুরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা তাকে ৪দিন হলে থাকার ব্যবস্থা করতে বলেন।
প্রশাসনিক হলের কর্মকর্তা সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে স্যাররা মিটিং করছেন, মিটিং পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোতেও ছাত্রলীগের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা হলে ওঠার পরিকল্পনা করছেন বলে সূত্রে জানা গেছে।