আগস্ট ২৯, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ

৬ ঘন্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন, কার্যকরের সিদ্ধান্ত কাল

৪, ঘন্টা বন্ধ, থাকবে, সিএনজি ,স্টেশন, কার্যকরের, সিদ্ধান্ত ,কাল
সিএনজি স্টেশন । ছবি: সংগৃহীত

ঢাকা (১৩ সেপ্টেম্বর): বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন দৈনিক ৬ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত কবে থেকে কার্যকর করা হবে তা কাল সিদ্ধান্ত হবে। আগামীকাল মঙ্গলবার সকালে এ সংক্রান্ত সভা পেট্রোবাংলার অনুষ্টিত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

এর আগে বিকালে প্রতিদিন ৫ টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল।

এর আগে গত রবিবার পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এদিন মন্ত্রণালয়ের সহকারী সচিব সায়মা আক্তারের সই করা চিঠিতে কার্যকরের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও পেট্রোবাংলাকে জাতীয় তিনটি দৈনিকে বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১৯ জুলাই গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন নিয়ে বৈঠকে সিএনজি স্টেশন বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে এবং প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি হয়। বিদ্যুতের পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে বলৈ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এদিকে, সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। তিনি আরও বলেন, এভাবে হুট করে সিদ্ধান্ত নিলে সকল পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বাংলাদেশের বাজারে অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

বাংলাদেশের বাজারে অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

ঢাকা (০৯মার্চ) বাংলাদেশের বাজারে ‘ট্রেন্ডসেটার’ হিসেবে এলো ‘ডুয়েল সার্টিফাইড’ ও ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’...

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

ঢাকা(১৯ অক্টোবর): ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে। গতকাল ১৮ অক্টোবর ঢাকায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনের...

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ঢাকা(২৮ আগষ্ট): সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।...