ঢাকা (৭ অক্টোবর) সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স ছাড়া হলুদ-মরিচের গুঁড়া তৈরি করে বিক্রির অপরাধে দুই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে এবং ডিএমপি পুলিশের সহযোগিতায় রাজধানীর বাড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) খালেদ হোসেন।
অভিযানে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) না নিয়ে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতকরণের অপরাধ প্রমাণিত হওয়ায় দক্ষিণ বাড্ডার সেলিম স্টোর ও ভাই ভাই ফ্লাওয়ার মিলকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।