ঢাকা (১৫ ডিসেম্বর): দেশের বাজারে কমল সোনার দাম। বুধবার (১৫ ডিসেম্বর) থেকে প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরির দাম কমে দাঁড়াচ্ছে ৭৩ হাজার ১৬৮ টাকা।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১ টার দিকে বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, নতুন এ দর বুধবার (১৫ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও বিশ্ব অর্থনীতির নানা জটিলতায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশের বাজারেও কমানো হয়েছে সোনার দাম।