নভেম্বর ২৪, ২০২৪ ১:২৭ পূর্বাহ্ণ

কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে ইউএসডি‘র সাথে সমঝোতা স্মারক

স্মারক , অ্যাগ্রিকালচার, সমঝোতা, এমওইউ, মন্ত্রণালয়, বাণিজ্য,
ইউএসডি‘র সাথে সমঝোতা। ছবি : সংগৃহীত

ঢাকা (১৮নভেম্বর) : কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণ ও কারিগরি সহায়তা প্রদানে ইউএস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারের (ইউএসডিএ) এর সাথে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই সমঝোতা স্মারক সই করেন বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এমওইউ সই হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান এবং বিটিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক মাইকের জে পার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

প্রকল্পটি বাংলাদেশের বন্দরগুলোতে কৃষি বাণিজ্যের পদ্ধতিগত সীমাবদ্ধতা মোকাবিলা, রপ্তানি ও আমদানি প্রক্রিয়া সহজতর এবং স্বয়ংক্রিয় করা, সরকারি সংস্থার দক্ষতা বাড়ানো, পণ্যের গুণমান পরীক্ষাগার এবং পণ্য সংরক্ষণাগারের সক্ষমতা বাড়ানো। এছাড়া কৃষিপণ্য সংরক্ষণ অবকাঠামো খাতে বিশেষভাবে হিমাগার উন্নয়নে সরকারি-বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করে কৃষিপণ্যের আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বিস্তৃতিকরণে সহায়তা করবে। প্রকল্পের মেয়াদ অক্টোবর ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ২৭ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার।

কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বাধা দূরীকরণে সরকারি সংস্থা ও বেসরকারি খাতকে সহযোগিতা দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যের পরিচালনাগত বাধা অতিক্রমের ক্ষেত্রে সমন্বিত কারিগরি সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন।

তিনি আশা করেন, বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর আইনি কাঠামোর সংস্কার, পণ্য পরীক্ষাগারগুলোর ভৌত কাঠামোর উন্নয়ন, সেবা স্বয়ংক্রিয়করণ ও মান উন্নয়ন, বাণিজ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধিকরণ এবং পচনশীল খাদ্য ও কৃষিপণ্যের ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা দেশে সুবিধাজনক বাণিজ্য পরিবেশ তৈরি করবে। তিনি সংশ্লিষ্ট সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সুসমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের স্কট ব্রান্ডন, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিটিএফ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপক ও কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

ঢাকা(১৯ অক্টোবর): ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে। গতকাল ১৮ অক্টোবর ঢাকায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনের...

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ঢাকা(২৮ আগষ্ট): সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।...

আজ শেষ হচ্ছে বাজুস ফেয়ার-২০২৪

আজ শেষ হচ্ছে বাজুস ফেয়ার-২০২৪

ঢাকা(১০ ফেব্রুয়ারি): সারাদেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠানের প্রাণের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল...