ঢাকা (১৫ সেপ্টেম্বর): রাজধানীর বেইলি রোডের পোশাক ব্র্যান্ড লা গারোছা (বিডি) লিমিটেডকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে রমনা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ব্র্যান্ডটির বিরুদ্ধে অভিযোগ, তারা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিএম লাইসেন্স না নিয়ে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করে আসছিল।
এদিকে, অভিযান চলাকালে পাশাপাশি অবস্থিত আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের আউটলেটে ঘুরে সিএম লাইসেন্স গ্রহণের ব্যাপারে পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার (পরীক্ষক) হিসেবে ছিলেন মো. শরীফুল ইসলাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি টিম অভিযানে সহায়তা করে।