আগস্ট ২৯, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ

পেঁয়াজে অস্বস্তি থাকলেও টিসিবিই ভরসা

পেঁয়াজে, পণ্যবাহী, প্যাকেজ, সয়াবিন তেল, টিসিবি
টিসিবি। (ছবি সংগৃহীত)

ঢাকা (৯ নভেম্বর) : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে পেঁয়াজের কেজি ৩০ টাকা। পেঁয়াজ ছাড়া চিনি, সয়াবিন তেল ও মসুরের ডালের মান মোটামোটি ভালো। তাই পেঁয়াজ নিয়ে অস্বস্তি থাকলেও পেঁয়াজ, চিনি, সয়াবিতন তেল এবং মসুরের ডালসহ চার ধরনের পণ্যে সাধারণ মানুষের ভরসা টিসিবির পণ্যবাহী ট্রাকই। এ চার ধরণের পণ্যের প্যাকেজ (৫৭০ টাকা থেকে ৬০০ টাকা) কিনতে বাধ্য হই। এছাড়া আর কিইবা করতে পারি।’

আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ জামে মসজিদের সামনের রাস্তায় টিসিবির পণ্যবাহী ট্রাকের সামনে দাঁড়িয়ে মধ্যবয়সী একজন ক্রেতা এ কথাগুলো বলেন।

সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, অনেক পুরুষ ও নারী পৃথক দু’টি লাইনে দাঁড়িয়ে টিসিবির ট্রাকের জন্য অপেক্ষা করছেন। ট্রাকটি আসার সঙ্গে সঙ্গে লোকজন প্যাকেজের ৬০০ টাকা হাতে নিয়ে সামনে এগিয়ে যান। ডিলাররাও দ্রুত বস্তা থেকে প্যাকেজের পণ্য বিক্রি শুরু করেন।

টিসিবির ট্রাকে বর্তমানে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুরের ডাল ৬০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা এবং পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিলারভেদে কোথায় দুই কেজি চিনি, দুই কেজি মসুরের ডাল, দুই লিটার সয়াবিন তেল ও ৪/৫ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। কোথাও প্যাকেজ ৫৭০ টাকা ও কোথাও বা ৬০০ টাকা।

টিসিবির ক্রেতা লালবাগের শেখ সাহেব বাজার এলাকার বাসিন্দা হনুফা বেগম বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কেবলই বাড়ে। কিন্তু সে হিসেবে আয় বাড়ে না। পেঁয়াজ ছাড়া টিসিবির সব পণ্যেই ভালো। অপেক্ষাকৃত কম দামের পণ্যে আমাগো মতো সীমিত আয়ের মানুষদের দিয়ে খুব উপহার করছে টিসিবি।

আজিমপুর এলাকার টিসিবির পণ্যের ডিলার জানান, প্যাকেজ ছাড়া পণ্য বিক্রি করলে পেঁয়াজ বিক্রি হয় না। তাই বাধ্য হয়েই পেঁয়াজসহ প্যাকেজে পণ্য বিক্রি করেন। তবে কোনো হৃতদরিদ্র ক্রেতা অনুরোধ জানালে তার কাছে খুচরা দু’একটি পণ্য বিক্রি করেন বলেও জানান তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বাংলাদেশের বাজারে অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

বাংলাদেশের বাজারে অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

ঢাকা (০৯মার্চ) বাংলাদেশের বাজারে ‘ট্রেন্ডসেটার’ হিসেবে এলো ‘ডুয়েল সার্টিফাইড’ ও ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’...

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

ঢাকা(১৯ অক্টোবর): ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে। গতকাল ১৮ অক্টোবর ঢাকায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনের...

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ঢাকা(২৮ আগষ্ট): সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।...