এপ্রিল ২৮, ২০২৫ ৬:২৫ পূর্বাহ্ণ

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেল বিজিএমইএ

বিজিএমইএ , স্বীকৃতি, পোশাক, প্রস্তুতকারক, রপ্তানিকারক , বঙ্গবন্ধু, উদ্যোগ
পুরস্কার পেল বিজিএমইএ। ছবি : সংগৃহীত

ঢাকা (১২ ডিসেম্বর) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রতিষ্ঠান শ্রেণিতে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১ পেয়েছে।

আজ রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজিএমইএকে এ পুরস্কার দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের হাতে পুরস্কার বাবদ একটি ক্রেস্ট ও একটি সনদপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বিজিএমইএ ওয়ার্কার্স ডাটাবেজের (বায়োমেট্রিক আইডেনটিটি অ্যান্ড ওয়ার্কার্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার) জন্য এ পুরস্কার পায়। এ তথ্যভাণ্ডারে শ্রমিকদের পরিচয়, রক্ত গ্রুপ, কর্মসংস্থান সম্পর্কিত যাবতীয় তথ্য সন্নিবেশিত রয়েছে। বর্তমানে বিজিএমইএ’র সদস্যভুক্ত ২৫০০ কারখানায় ৪০ লাখেরও বেশি কর্মীদের জন্য প্রায় প্রতিদিনই এই সফটওয়্যার ব্যবহার হচ্ছে।

বিজিএমইএ সভাপতি বলেন, পোশাকশিল্পের শ্রমশক্তির সঠিক, পরিপূর্ণ ও বিশ্বাসযোগ্য তথ্যভাণ্ডার থাকার প্রয়োজনীয়তা অনুধাবন করে বিজিএমইএ ওয়ার্কার্স ডাটাবেইজ তৈরি করেছে এবং এই ডিজিটাল তথ্যভাণ্ডার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১-এ অবদান রাখার পাশাপাশি শিল্পে শ্রমিকদের কল্যাণের জন্য নীতি প্রণয়নের কাজে সরকারকে সহায়তা করছে।

ফারুক হাসান বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সুফল সমগ্র দেশের জনগণ পাচ্ছে। চতুর্থ শিল্প-বিপ্লবের এ যুগে তথ্য ও প্রযুক্তি খাত বিনিয়োগের জন্য আদর্শ ক্ষেত্র। সরকারের আইসিটিবান্ধব নীতিগুলো এ খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করছে। তিনি বাংলাদেশি প্রকৌশলীদের যারা বিশ্বের বিভিন্ন নামীদামী তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন, তাদের এ খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বাংলাদেশের বাজারে অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

বাংলাদেশের বাজারে অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

ঢাকা (০৯মার্চ) বাংলাদেশের বাজারে ‘ট্রেন্ডসেটার’ হিসেবে এলো ‘ডুয়েল সার্টিফাইড’ ও ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’...

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

ঢাকা(১৯ অক্টোবর): ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে। গতকাল ১৮ অক্টোবর ঢাকায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনের...

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ঢাকা(২৮ আগষ্ট): সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।...