ঢাকা (২২ সেপ্টেম্বর) : ‘সরকারি-বেসরকারি ক্রেতার পণ্য চাহিদা নিরূপণে মার্কেট স্টাডি করতে হবে, এটা জরুরি। ক্রেতার চাহিদার কথা চিন্তা করে পণ্যে বৈচিত্র্য আনতে হবে।’বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. শহীদুল হক ভুঞা বলেছেন।
আজ বুধবার বিএসইসির সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী ব্যবসা উন্নয়ন সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন,’কারখানাগুলোর ওভারহেড কস্ট কমাতে হবে। পণ্য অ্যাসেম্বলিংয়ের পাশাপাশি ম্যানুফ্যাকচারিংয়ের কার্যক্রম গ্রহণ করতে হবে।’
সম্মেলনের দ্বিতীয় দিন বিএসইসির অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা নিজ নিজ প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, সমস্যা এবং তা সমাধানের লক্ষ্যে গৃহিতব্য পদক্ষেপ উপস্থাপন করেন।