অক্টোবর ১৬, ২০২৫ ৫:২২ পূর্বাহ্ণ

ওয়ালটনের শেয়ার কিনছে না বিনিয়োগকারীরা

ওয়ালটনের, শেয়ার ,কিনছে, না ,বিনিয়োগকারীরা
ওয়ালটন। ছবি: সংগৃহীত

ঢাকা (১৪ সেপ্টেম্বর):‘সোনার হরিণ’ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার এখন আর কিনছেন না বিনিয়োগকারীরা। সোমবারের মতোই সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে কোম্পানিটির শেয়ার। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, সোমবারও ক্রেতা শূন্য ছিল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের। ওই দিন দাম কমেছে ৮৯ টাকা ৮০ পয়সা। পর দিন আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দিনের শুরুতে ক্রেতাশূন্য হয়ে পড়েছে শেয়ারটির।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম ঘণ্টায় দেখা গেছে, কোম্পানিটির প্রায় ২ লাখ শেয়ার বিক্রি করতে অর্ডার দিয়েছেন বিনিয়োগকারীরা। কিন্তু বিপরীতে শেয়ার কেনার কোনো অর্ডার বসেনি। অর্থাৎ ওয়ালটনের শেয়ার কিনছেন না বিনিয়োগকারীরা।

শুধু তাই নয়, লেনদেনের প্রথম ঘণ্টায় শেয়ারটির দাম কমেছে ৮৪ টাকা ২০ পয়সা। ফলে দুই দিনে ১ হাজার ৪৩৭ টাকা ৭০ পয়সা থেকে ১৭৪ টাকা কমে ১ হাজার ২৬৩ টাকায় দাঁড়িয়েছে শেয়ারটির দাম।

গত রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্দেশনা দেয়, ওয়ালটনকে নতুন করে ৯ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছাড়তে হবে। এ খবরে শেয়ারটির দাম কমছে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়, আগামী এক বছরের মধ্যে ওয়ালটনকে ১০ শতাংশ ফ্রি ফ্লোট শেয়ার নিশ্চিত করতে হবে। অর্থাৎ বাজার দরে ৯ দশমিক ৩ শতাংশ শেয়ার বিক্রি করতে হবে। এ কারণে শেয়ারের কিনতে আগ্রহী নন বিনিয়োগকারীরা। আর তাতে শেয়ারের দাম কমছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩। এর মধ্যে ৯৯ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৩৯, বিদেশি দশমিক ১০ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বাংলাদেশের বাজারে অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

বাংলাদেশের বাজারে অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

ঢাকা (০৯মার্চ) বাংলাদেশের বাজারে ‘ট্রেন্ডসেটার’ হিসেবে এলো ‘ডুয়েল সার্টিফাইড’ ও ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’...

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে অনুষ্ঠিত

ঢাকা(১৯ অক্টোবর): ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম বাংলাদেশ মার্কেটিং-ডে। গতকাল ১৮ অক্টোবর ঢাকায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনের...

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ঢাকা(২৮ আগষ্ট): সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।...