অক্টোবর ১৮, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ

এলপিজির দাম পুনর্নির্ধারণে গণশুনানিতে বসছে বিইআরসি

এলপিজির, দাম, পুনর্নির্ধারণে ,গণশুনানিতে্ব‌সছে, বিইআরসি
এলপিজির গ্যাস । ছবি: সংগৃহীত

ঢাকা (১৩ সেপ্টেম্বর): ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম পুনর্নির্ধারণের বিষয়ে আবারও গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ গণশুনানি শুরু হবে বলে কমিশনের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে শুরু হতে যাওয়া এ গণশুনানির বিরোধিতা করেছে ভোক্তা অধিকার রক্ষায় সোচ্চার কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। এর আগেও আদালতের দ্বারস্থ হয়ে এ গণশুনানির উদ্যোগ রোধ করেছিল সংগঠনটি।

এর আগে দু-দফায় এলপিজির দাম পুনর্নির্ধারণে গণশুনানির তারিখ ঘোষণা হয়। এর মধ্যে একবার লকডাউন এবং আরেকবার উচ্চ আদালতের আদেশে শুনানি স্থগিত হয়।

আজকের গণশুনানি বিষয়ে গত ৩১ আগস্ট বিইআরসির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে এ গণশুনানি শুরু হবে। প্রথম দিন আলোচনা শেষ না হলে দ্বিতীয় দিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বরও গণশুনানি করার সুযোগ থাকবে।

বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউশন চার্জ এবং রিটেইলার চার্জ ইত্যাদি বিষয়ে গণশুনানি হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। দুদিনব্যাপী এ শুনানিতে এলপি গ্যাস-সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি, সংস্থা, ভোক্তা অধিকার সংগঠন ও সুশীল শ্রেণি অংশ নেবে।

হাইকোর্টের এক নির্দেশে চলতি বছরের ১২ জানুয়ারি প্রথমবারের মতো এলপিজি নিয়ে গণশুনানি করে কমিশন। এর ঠিক তিন মাস পর ১২ এপ্রিল প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এলপিজির দাম পুনর্নির্ধারণ করে বিইআরসি। এরপর মাসে মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছে কমিশন।

তবে এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউশন চার্জ এবং রিটেইলার চার্জ, এসবের দাম বিষয়ে ঐকমত্য না হওয়ায় দাম পুনর্নির্ধারণের আবেদন জানিয়ে আসছিল ব্যবসায়ীরা। এরই পরিপ্রেক্ষিতে আজ আবারও এলপিজির দাম পুনর্নির্ধারণে গণশুনানি করবে বিইআরসি।

এলপিজি খাতের ব্যবসায়ীরা বলছেন, মূলত গণশুনানিতে এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে। বাজারে অস্থিরতা কাটাতে এবং ভোক্তা স্বার্থে এটি জরুরি। বিপুল অংকের বাজারে কমিশন যে দাম নির্ধারণ করেছে, তাতে ব্যবসায়ীরা সন্তুষ্ট নয়। এ কারণে কমিশন নির্ধারিত দাম বাজারে যথাযথভাবে কার্যকর হচ্ছে না।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ওসমানী বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

ঢাকা(২৮ আগষ্ট): সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।...

আজ শেষ হচ্ছে বাজুস ফেয়ার-২০২৪

আজ শেষ হচ্ছে বাজুস ফেয়ার-২০২৪

ঢাকা(১০ ফেব্রুয়ারি): সারাদেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠানের প্রাণের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল...

কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি

কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি

ঢাকা( ১৮ অক্টোবর) : কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের...

এ সপ্তাহেই আমদানিকৃত ডিম দেশে আসবে-বাণিজ্যমন্ত্রী

এ সপ্তাহেই আমদানিকৃত ডিম দেশে আসবে-বাণিজ্যমন্ত্রী

ঢাকা(১৮ অক্টোবর):আগামী তিন-চারদিনের মধ্যেই আমদানিকৃত ডিম দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। রাজধানীর ধানমন্ডি লেক (ডিঙ্গি) সংলগ্ন...