ঢাকা (২৬ সেপ্টেম্বর): শ্রমিক দিয়ে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে নষ্ট হয় ধান। আর এ ধান নষ্ট হওয়া লক্ষণীয়ভাবে কমিয়ে আনে ‘ইয়ানমার হারভেস্টার’।
আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, প্রচলিত পদ্ধতিতে শ্রমিক দিয়ে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে কমপক্ষে ৫ শতাংশ ধান নষ্ট হয়। একই কাজ ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে করলে ধান নষ্টের পরিমাণ নেমে আসে ১ শতাংশের নিচে।
বিষয়টি তুলে ধরতে, সম্প্রতি চুয়াডাঙ্গার হিজলগাড়ি ডিঙ্গেদহ মাঠে এসিআই মটরসের উদ্যোগে পরীক্ষামূলকভাবে ধান কাটা-মাড়াইয়ের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, অনুষ্ঠানে ৪০ শতাংশের এক খণ্ড ধানের জমিকে সমান দুই ভাগে ভাগ করা হয়। এরপর এক অর্ধাংশের ধান ৮ শ্রমিক দিয়ে কেটে মাড়াই ও ঝাড়াই করা হয়। বাকি অর্ধেক অংশের ধান কাটা হয় ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে।
এতে দেখা যায়, শ্রমিক দিয়ে ধান কাটতে সময় লেগেছে দুই ঘণ্টা ৩২ মিনিট। ধান পাওয়া গেছে ৪৬৮ দশমিক ২৩ কেজি।
এসিআই মটরসের উদ্যোগে এ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, জেলা কৃষি অফিসের কর্মকর্তা, স্থানীয় কৃষক ও কয়েকটি সংবাদমাধ্যমের কর্মী।