ঢাকা (১৬ সেপ্টেম্বর ): ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের মাধ্যমে অর্থ আত্মসাত ও প্রতারণা অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়।
ইভ্যালি লোভনীয় বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বিভিন্ন পণ্য কিনতে আরিফ বাকের নামের এক গ্রাহক ওই প্রতিষ্ঠানকে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকা দেন ।ঐ পণ্য ৭ থেকে ৪৫ দিনের মধ্যে দেওয়ার কথা থাকলেও তা ঠিক সমযে না দিয়ে প্রতারণার মাধ্যমে ওই অর্থ আত্মসাৎ করেন প্রতিষ্ঠানের দুই কর্ণধার।
গতকাল বুধবার রাতে গ্রাহক আরিফ বাকের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তাঁর স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে এই মামলা দায়েল করেন।
এজাহারে বলা হয়েছে, গ্রাহক আরিফ বাকের ও তাঁর বন্ধুরা ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ওই প্রতিষ্ঠানে অনেক পণ্যের অর্ডার দেন। গত ২৯ মে থেকে ১৬ জুন পর্যন্ত আরিফ বাকের বিভিন্ন সময় পণ্যের মূল্য বাবদ ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকা পরিশোধ করেন।৭ থেকে ৪৫ দিনের মধ্যে পণ্য দিতে ব্যর্থ হলে সম্পূর্ণ টাকা ফেরতের দিবে বলে অঙ্গীকার করেছিল প্রতিষ্ঠানটি।কিন্তু, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি পণ্য ডেলিভারি দিতে পারেনি। পরে, তারা ইভ্যালির কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন করেন। কিন্তু, তাতেও তারা অর্ডার করা পণ্য পেতে ব্যর্থ হয়।
মামলার অভিযোগে বলা হয়, ৯ সেপ্টেম্বর বাকেরসহ তিনজন ইভ্যালির অফিসে যান রাসেলের সঙ্গে দেখা করতে সেখানে তাঁরা বাধার শিকার হন।পরে আরিফ বাকের ও বন্ধুরা ইভ্যালির অফিসে প্রতিনিধিদের সঙ্গে পণ্যের বিষয়ে কথা বলতে গেলে তাঁরা চিৎকার–চেঁচামেচি করেন। পরে রাসেল রুম থেকে বেরিয়ে বাদীকে ভয়-ভীতি দেখান এবং পণ্য বা টাকা দিতে অস্বীকৃতি জানান।