মার্চ ২২, ২০২৩ ৫:৪৫ পূর্বাহ্ণ

সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ কমেছে ২৫ শতাংশ

৭ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে

রেমিট্যান্স প্রবাহ কমেছে
রেমিট্যান্স প্রবাহ কমেছে

আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ প্রায় ২৫% কমে ১.৫৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা সাত মাসের মধ্যে এ হার সর্বনিম্ন।

রবিবার (২ অক্টোবর) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে বাংলাদেশে ২.০৪ বিলিয়ন ডলার রেমিটেন্স আসে।

চলতি অর্থবছরে মোট রেমিট্যান্স প্রবাহ ৫.৬৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময় রেমিট্যান্স প্রবাহ ছিল ৫.৪১ বিলিয়ন ডলার।

সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেমিটেন্স কমে যাওয়ার দুটি কারণ বলা হয়।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী মূল্যস্ফীতির কারণে প্রবাসীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। উপরন্তু, ব্যাংক বিনিময় হারের চেয়ে ডলার প্রতি ৫-৬ টাকা বেশি পাওয়ায় তারা বৈধ রেমিট্যান্স চ্যানেলের চেয়ে হুন্ডিকে প্রাধান্য দিচ্ছে।

অভ্যন্তরীণ রেমিট্যান্সের জন্য কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণ করায় সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ সাত মাসের মধ্যে সর্বনিম্নে নেমে আসে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১.৪৯ বিলিয়ন ডলার।

ব্যাংকাররা জানিয়েছেন, গত ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ব্যাংকগুলো রেমিট্যান্সের জন্য ডলারের বিনিময় হার ১০ টাকা নির্ধারণ করার পর রেমিট্যান্স প্রবাহ কমেছে।

তবে বিনিময় হার নির্ধারণের কারণে রেমিট্যান্স কমতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করেছিলেন ব্যাংকাররা।

অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আর্থিক উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, সরকারকে চেষ্টা করে খুঁজে বের করতে হবে কীভাবে রেমিট্যান্স বাড়ানো যায়।

“নতুন মার্কেট থেকে রেমিটেন্স বাড়ানোর চেষ্টা করা উচিত। এখন মালয়েশিয়ার মার্কেট কিছুটা উন্মুক্ত হয়েছে, দক্ষিণ কোরিয়াও আগ্রহ দেখাচ্ছে। আমাদের সেখানে আরও দক্ষ কর্মী পাঠানোর চেষ্টা করা উচিত।”

তিনি আরও বলেন, প্রবাসীদের বৈধ চ্যানেল ব্যবহারে নিরুৎসাহিত করলে বাফেদা কর্তৃক নির্ধারিত রেমিট্যান্সের একক বিনিময় হার বাতিল করা উচিত।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সরকারের সাথে কাজ করবে ফিকি

অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সরকারের সাথে কাজ করবে ফিকি

ঢাকা(৯ডিসেম্বর): চলমান আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকারের সহযোগি হয়ে কাজ করবে বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন ‘দ্য ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’(ফিকি)। চেম্বারের...

স্বর্ণের দাম কেনো বাড়ছে?

স্বর্ণের দাম কেনো বাড়ছে?

স্বর্ণের ভরি এখন বাংলাদেশে ৮৪ হাজার ৫৬৪ টাকা। স্বর্ণের দামে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। দাম বেড়েছে বিশ্বব্যাপীই। স্বর্ণের দামের...

কোটিপতি আর কোটি টাকার ব্যাংক হিসাব কি এক জিনিস?

কোটিপতি আর কোটি টাকার ব্যাংক হিসাব কি এক জিনিস?

বাংলাদেশ ব্যাংকের কোটি টাকার ব্যাংক হিসাব-সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে। গবেষক, অর্থনীতিবিদ থেকে শুরু করে নানা শ্রেণী-পেশার মানুষ...