ঢাকা (৫ অক্টোবর) : প্রতিবছর দুর্গাপূজার সময় নানা অজুহাতে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানি কমিয়ে দেন ভারতীয় ব্যবসায়ীরা। ফলে দুর্গাপূজার সময় দেশের অভ্যন্তরে পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, পূজার পর আমদানি বাড়লে দেশের বাজারে পেঁয়াজের দাম হাতের নাগালে চলে আসবে।
হিলি বন্দর সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত ৪৫ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে। সবশেষ রবিবার (৩ অক্টোবর) ৭১১ টন এবং সোমবার (৪ অক্টোবর) ৬০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
স্থানীয় আড়তদাররা জানায়, হিলি বাজারের পাইকারি আড়তগুলোতে প্রতিদিন গড়ে ৫০ ট্রাক পেঁয়াজের চাহিদা রয়েছে। সেখানে আমদানি হচ্ছে মাত্র ২৫ ট্রাক। ফলে ঘাটতি থেকেই যাচ্ছে। এজন্য দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।
হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল হোসেন বলেন, তিনদিন আগে পেঁয়াজের যে দাম ছিল বর্তমানে তার চেয়ে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা বেড়েছে।
তিনি আরও বনেল, বৃহস্পতিবার আমরা যে পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে কিনেছি এখন সেই পেঁয়াজ ৪২ টাকায় কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারে প্রভাব পড়ছে।