আগস্ট ২৯, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় করোনায় ৫১ জনের মৃত্যু

এক দিনে , করোনায় ,মৃত্যু ৪৩, ,শনাক্ত
এক দিনে করোনায় মৃত্যু ৪৩, শনাক্ত ১৩৮৩। ছবি : সংগৃহীত

ঢাকা  (১৫ সেপ্টেম্বর) : দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৫৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৬১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯০১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৮৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২২ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৬ লাখ ৬৪ হাজার ৮২০ জন। বিপরীতে সেরে উঠেছেন ২০ কোটি ৩৫ লাখ ৬ হাজার ২১৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...