ঢাকা (২৭ সেপ্টেম্বর) : মানিকগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে হেরোইন ও জাল নোটসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ সোমবার বিকেলে জেলার শিবালয় থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও জাল টাকাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলো- মানিকগঞ্জ সদর থানার বেউথা গ্রামের মৃত বজলুর রহমান ওরফে তারা মাস্টারের ছেলে মো. মজনু মিয়া এবং মানিকগঞ্জের শিবালয় থানার মহাদেবপুর গ্রামের মো. সিরাজের ছেলে মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৩৮)।
পুলিশ জানায়, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. হানিফ সরকার ও পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের ৪০ গ্রাম হেরোইন ও ২১ হাজার টাকার জাল নোট জব্দ করে তাদের আটক করা হয়।
আসামিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে ডিবি পুলিশ। এ ছাড়া আসামি আনোয়ার হোসেনের নামে ১১টি এবং মজনু মিয়ার নামে ১৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
এ ঘটনায় মানিকগঞ্জ ডিবি পুলিশ জানায়, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে একটি এবং মাদকদ্রব্য আইনে পৃথক আরও একটি মামলা করা হয়েছে।