পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নাঈম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলাবান্ধা ইউপির অন্তর্গত বাইনগছ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাঈম হোসেন বাইনগছ এলাকার শরিফুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বিকালে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে এসআই দীনবন্ধু, এএস আই মোখলেছ, এএসআই আকতার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলীডাঙ্গী বাজার সংলগ্ন মহাসড়কের পাশে অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নাঈম হোসেনকে গ্রেফতার করে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।