আগস্ট ৯, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ

ঝিনাইদহ সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১১

নারী, শিশু, অভিযান, আটক
নারী-শিশুসহ আটক। ছবি : সংগৃহীত

ঢাকা (২৮ সেপ্টেম্বর)অবৈধভাবে ভারত যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার সীমান্তবর্তী এলাকার পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পাঁচ পুরুষ তিন নারী ও তিন শিশু রয়েছে।

আটককৃত হলেন, নারায়ণগঞ্জের সৈয়দপুর গ্রামের মো. সোহাগের ছেলে রিফাত (২৫),মাদারীপুরের বইলগ্রামের প্রমৃত সরকারের ছেলে সজিব সরকার (২৭), কুমিল্লার আলেখারচর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. লোকমান হোসেন (২৫), একই এলাকার কড়াইবাড়ী গ্রামের রতিকান্তের ছেলে বিমল উজা (৩৫), নড়াইলের গড়রিয়া গ্রামের মৃত মোস্তফা কামাল শেখের ছেলে মো. মেহেদী হাসান (১৮), মৃত লিখন মণ্ডলের স্ত্রী সালমা খাতুন (২৭) এবং তার মেয়ে মারিয়া খাতুন (৪), একই এলাকার মৃত ছুরাপ সরদারের মেয়ে রুপা খাতুন (২৫) ও তার মেয়ে আঁচল (৮) এবং ছেলে মো. রাতুল (০৬) এবং মো. রফিকুল ইসলামের স্ত্রী মোছা. তানজিরা খাতুন (২৪)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মঙ্গলবার ভোরে সীমান্তের লড়াইঘাট ও যাদপপুর এলাকায় পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

এরমধ্যে লড়াইঘাট বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের হানিফপুর গ্রামের মসজিদ এলাকা চার পুরুষকে আটক করে। এছাড়া যাদপপুরের গোপালপুর গ্রামের মাঠ থেকে নারী-শিশুসহ সাতজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা দিয়ে তাদের মহেশপুর সোপর্দ করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...