আগস্ট ৩০, ২০২৫ ৫:২৪ পূর্বাহ্ণ

চুরির অপবাদ দিয়ে শিশু সহকর্মীকে পিটিয়ে হত্যা

আশুলিয়া থানা , পুলিশ, স্বাস্থ্যকেন্দ্র, শাহপরাণ, সহকর্মী , সহকর্মী, মরদেহ, শিশু
আশুলিয়া থানা। ছবি : সংগৃহীত

ঢাকা (১৮ অক্টোবর) : আশুলিয়ায় চুরির অপবাদ দিয়ে ফেরদৌস নামের ১১ বছরের শিশু সহকর্মীকে পিটিয়ে হত্যা করেছেন সহকর্মীরা। ঘটনার পর থেকে পারভেজ নামের সহকর্মী পলাতক রয়েছেন।

আজ সোমবার দুপুরে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার মির্জানগর এলাকার গণ স্বাস্থ্যকেন্দ্র থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের সহকর্মী শাহপরাণ হৃদয়কে আটক করেছে পুলিশ।

নিহত শিশু ফেরদৌস আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনে কাজ করত। সে শেরপুর জেলা সদর থানার মুন্সিপাড়া গ্রামের বাসচালক রইচ উদ্দিনের ছেলে। আটক হৃদয় চাঁদপুরের হাজীগঞ্জ থানার চরপাড়া গ্রামের হাফেজ মোহাম্মদ সাহেবের ছেলে। আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের অপর একটি বাসের কন্ডাক্টর হৃদয় ও পলাতক পারভেজ হেলপার বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, রবিবার রাত ১২টার দিকে আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের বাস বাইপাইলে এসে বন্ধ করা হয়। পরে ওই বাসে হৃদয় ও পারভেজ ঘুমিয়ে ছিল। পাশেই বাবা রইচ উদ্দিনের চালানো বাসটিও বন্ধ ছিল। সেই বাসে ফেরদৌস ঘুমাচ্ছিল।

রাত ১টার দিকে হৃদয়ের ঘুম ভাঙলে সে পারভেজকে বলে তার পকেট থেকে টাকা চুরি হয়েছে। পরে পারভেজ ও হৃদয় মিলে ফেদৌসের কাছে যায়। তারা ফেরদৌসকে বলে সে টাকা চুরি করেছে। তখন ফেরদৌস বলে, সে টাকা চুরি করেনি। ফেরদৌসের পকেটে তার বাবার দেওয়া ১৫০ টাকা ছিল। সেই টাকা পারভেজ ও হৃদয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ফেরদৌস বাধা দেয়।

এ সময় লাঠি দিয়ে ফেরদৌসের মাথার পেছনে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে গণ স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামিউল বলেন, চুরির অপবাদ দিয়ে ফেরদৌসকে হৃদয় ও পারভেজকে মারধর করে। এ ঘটনায় ফেরদৌস মারা যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...